DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ফাষ্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি উদ্বোধন করলেন এমপি ছেলুন

DoinikAstha
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামাড়া ব্রিজ সংলগ্ন ফাষ্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার ভিত্তি প্রস্তুর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও ফাস্ট ক্যাপিটাল ইউনিভার সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আজ সোমবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন।

ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জান লিটু।

ফাষ্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টিজ বোর্ডের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসরাম জোয়ার্দ্দার টোটন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ইউনিভার্সিটির ফিন্যান্সে বিভাগের পরিচালক আব্দুল মজিদ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক নাহিদ পারভেজ প্রমুখ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত

সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, সদর থানার অফিসার ইনচার্য (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১২ সালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পৌর কলেজের নিকট অস্থায়ী ভবনে ফাস্ট ক্যাপিট্যাল ইউনিভার্সিটির যাত্রা শুরু। ইউনিভার্সিটি সুত্রে জানা গেছে, এটা খুলনা বিভাগের দক্ষিণ পশিমাঞ্চলের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়। বর্তমানে ইউনিভার্সিটির ৫০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে। সোমবার এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০