চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের অপরাধে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড
জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় বাল্যবিয়েতে অংশ নেওয়া ও বিয়ে পড়ানোর অপরাধে বর ও কাজিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত বর রকি আলী (২৩) সদর উপজেলার পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে ও কাজী জাহিদুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পিরোজখালী গ্রামে গভীর রাতে বাল্যবিয়ের আয়োজন চলছে, এমন খবরের পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।
এসময় বাল্যবিয়ের সকল আয়োজন পণ্ড করে দেওয়া হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রকি আলীকে ১ মাস ও কাজী জাহিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁদেরকে রাতেই জেলাহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান জানান, নাবালক এক কিশোরীর সাথে পিরোজখালী গ্রামে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের সকল অনুষ্ঠান ভেঙে দেওয়া হয়।
সেই সাথে বর ও কাজিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭ ধারায় তাঁদেরকে দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, আরমান আলী এবং সদর থানা পুলিশের এসআই নীতিশ কুমার।