DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চুরির উদ্দেশ্যে উকিলের বাড়িতে চোরের প্রবেশ

News Editor
অক্টোবর ১২, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাজীব হোসেন — সাতহ্মীরা জেলার পাটকেলঘাটা থানার নিকটবত্তী সাগতা ক্লিনিকের পাশে ডঃ এম এম ওয়াসেল উদ্দিন (এডভোকেট)পুত্র হুমায়ুন উকিলের বাসায় গত রাত আনুমানিক ১১. ৩০ মিনিটের দিকে এক পেশাদার চোর চুরি করার উদ্দেশ্যে হুমায়ুন উকিলের বাড়ির ভিতরে প্রবেশ করে। এমন সময়ে হুমায়ুন উকিল প্রকৃতির ডাকে নিজের শৌগচরে যাওয়ার সময় হঠ্যাৎ সে দেখতে পায় একই এলাকার শেখ রবিউল ইসলামের ছোট পুত্র শেখ সুজন (৩০)চুরি করার প্রস্তুতি নিচ্ছে।
হুমায়ুন উকিল চোর সুজনকে জাপটে ধরার চেষ্টা করেন কিন্ত চোর সুজন পালিয়ে যেতে সক্ষম হয়। প্রবাদে আছে চোর যখন চুরি করে কিছু নমুনা সে রেখে যায়। একই বিষয় হয়েছে সুজন চোরের চুরির স্পটে সুজন পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত জুতা জোড়া নিয়ে যেতে সক্ষম হয়নি।
হুমায়ূন উকিলের কাছে আমাদের প্রতিনিধি রাজিব হোসেন চোরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি? জানতে চাহিলে তিনি জানান সুজনের নামে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায় চোর সুজন বাড়ি ছাড়া এখন সে পলাতক। এলাকায় মাছ চুরি জুয়া ও বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। এই চোরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ জনতা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]