চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় চার জন গ্রেফতার
- আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১০৯২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার চার জনকে জীবননগর আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক ফারিয়া নোশিন বর্নি তাদের জেল হাজতে পাঠনোর আদেশ দেন।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কাঁটাপোল গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিদের গ্রেফতার করা হয়। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ।
গ্রেফতারকৃতরা হল, জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের তবিবর মন্ডল(৫০), শাহানুর রহমান সাজু(২৬), নয়ন(২৫) ও জয়নাল(৩০)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৬ মার্চ দুপুরে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামে মাটি বহনকারী ট্রাক্টারের চাপায় এক বাইসাইকেল আরোহি নিহত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন ঘটনাস্থলে গেলে উত্তেজিত গ্রামবাসী হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাত পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জীবননগর থানায় ২০ জনের নাম উল্লেখ করে আরো ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় চার জনকে পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কাঁটাপোল গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
বুধবার দুপুরে তাদের জীবননগর আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দিলে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।


















