শিরোনাম:
চুয়াডাঙ্গার দর্শনা রেলইয়ার্ডে এক শ্রমিক নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলইয়ার্ড শ্রমিক সাজু (২৩) নিহত হয়েছেন।
নিহত শ্রমিক সাজু দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুলের ছেলে। আজ বুধবার সকাল পৌনে ১০টায় একটি দূর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
দর্শনা থানার পুলিশ উপপরিদর্শক শরিফুল জানান, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে কয়েকজন শ্রমিক মাল খালশ করে ট্রাক (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) ভর্তী করছিলো। ট্রাকে মাল ভর্তী হয়ে গেলে চালক ট্রাকটি পিছিয়ে নিতে যায়।
সে সময় থেমে থাকা মালবাহী ট্রেন ও ট্রাকের মাঝখানে পড়ে শ্রমিক সাজু চিপটে ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘনাটি রেলইয়ার্ডে ঘটায় রেল পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।



















