চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মালেক (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার কোষাঘাটা এলাকার বন্ড ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মালেক উপজেলার বিষ্ণুপুর গ্রামের মতি বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যা রাতে কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল মালেক। হাত-মুখ ধুতে ইটভাটার পানির পাম্পে যান তিনি।আগে থেকে বিদ্যুতায়িত ছিল পাম্পের মোটর। এ সময় পাম্পের পাইপে হাত লাগলে বিদ্যুতায়িত হয় মালেক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান মালেক।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত মালেকের শরীরে কোনো চিহ্ন ছিল না। তাই তার মরদেহ ময়নাতদন্তর জন্য রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। আজ (০২ জানুয়ারি) শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। তার ময়নাতদন্তর রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।