জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত ফারুক হোসেন (৩২) চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
আটককৃত ফারুক হোসেনের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ফারুক হোসেনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।