চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তপন হালদার (৩৫) নামের এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজারে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী তপন হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার মৃত রবীন্দ্রনাথের ছেলে ও চুয়াডাঙ্গা জুয়েলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক।
আহতরা হলেন- সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে সাইকেল চালক তাহাজ্জেদ আলী (২৭) ও দৌলাতদিয়াড় এলাকার বাতেনের ছেলে মোটরসাইকেল চালক মোস্তফা (২৬)।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় তপন হালদার ও মোস্তফা একটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন। এসময় আলুকদিয়া ও হাতিকাটার মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।
একপর্যায়ের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তপন হালদার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত তপন হালদার, আহত বাইসাইকেল চালক তাহাজ্জেদ ও মোটরসাইকেল চালক মোস্তফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই তপন হালদারের মৃত্যু হয়েছে। এছাড়া আহত দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, চুয়াডাঙ্গা আলুকদিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তপন হালদার নামের এক যুবক নিহত হয়েছেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকালই ময়নাতদন্ত ছাড়ায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।