জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শরাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮১১ জন।
এর মধ্যে সদর উপজেলার ৯৬১ জন, আলমডাঙ্গায় ৩৪৬ জন, দামুড়হুদায় ৩১৪ জন ও জীবননগরে ১৯০ জন। মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন আক্রান্ত পাঁচজনের জনের মধ্যে সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গার ১ জন ও জীবননগরের ১ জন রয়েছে।
গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬৪১ জন। এর মধ্যে সদর উপজেলার ৮৫৬ জন, আলমডাঙ্গার ৩২৩ জন, দামুড়হুদার ২৮৪ জন ও জীবননগরের ১৭৮ জন। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ ২১ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৮ হাজার ৯৫৯টি।
জানা যায়, গত সোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ৩৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল সিভিল সার্জন অফিন উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনার মধ্যে ১৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১২ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বোশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৯৫৯টি, প্রাপ্ত ফলাফল ৮হাজার ৭১৭টি, পজিটিভ ১ হাজার ৮১১টি, নেগেটিভ ৬ হাজার ৪৬৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১১৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল।
এর মধ্যে প্রত্যেকেই চুয়াডাঙ্গা জেলায় অবস্থানকালে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১০৪জন হোম আইসোলেশন ও অন্য ১০জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।
উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন ৩ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।