চৌদ্দ ও আঠারো সালে আমাদের নির্বাচন করতে দেয়নি
স্টাফ রিপোর্টারঃ
২৮শে অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সরকারের পতন না হওয়া পর্যন্ত অনেক বাধা বিপত্তি আসবে। সেটা মোকাবেলা করেই আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো আমরা। যুগপৎভাবেই সব রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করবে। সরকার যদি নিজে থেকে না সরে তাহলে ফয়সালা হবে রাজপথে।
আজ মঙ্গলবার (২৪অক্টোবর) বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির এক সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, আগামী মাসে নির্বাচনের তফসিলকে কেন্দ্র করেই ২৮শে অক্টোবরের মহাসমাবেশ থেকে ঢাকা অবরোধ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় ও নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণার বিষয়টি দলের অভ্যন্তরে আলোচনা হচ্ছে।
যতই দিন ঘনিয়ে আসছে সরকার সরকার কাঁপতে শুরু করেছে। এখনো সময় আছে মানে মানে পদত্যাগ করে কেটে পড়ুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। এ সমাবেশকে সামনে রেখে তার দলের অন্তত আড়াইশো নেতাকে পুলিশ আটক করেছে।
আমরা যারা নির্বাচন করতে পারি তাদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য সাজা দেয়া হচ্ছে। কিন্তু মামলা-হামলা দিয়ে আর পার পাওয়া যাবেনা এটা যত সহজে বুঝবে, তাহলেই এ সরকার একটি সেফ এক্সিটের পথ পেতে পারে। দেশের রাষ্ট্রপতি বিদেশে গিয়েছেন কিন্তু কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এভাবে চলতে পারে না।
চৌদ্দ সালে আমাদের নির্বাচন করতে দেয়নি। ২০১৮ সালেও করতে দেয়নি। রাতের অন্ধকারে ভোট করে নিয়ে গেছে। এবার আবার জোরেশোরে ঢোল পিটিয়ে শুরু করেছে। কিন্তু এ সরকার আসলে নাই, এ সরকার টিকবে না।