ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে নির্যাতন করে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় তার বাসার কাছে এ ঘটন ঘটে। খোকনকে নির্যাতন করে পুলিশে দেয়া ঘটনা নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির। তিনি জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের হাতিরঝিল এলাকায় বাসা। আজ রাতে তিনি বাসার নিচে এলে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে পুলিশে দিয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, এর পরিণাম ভয়াবহ হবে। ছাত্রলীগের প্রত্যেকটি অপকর্মের বিচার একদিন বাংলার মাটিতে হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।