ছয়দিনের জন্য বন্ধ হলো হিলি স্থলবন্দর
মোঃ জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষণা মোতাবেক আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে টানা ৬ দিন বন্ধের কবলে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। খুলবে আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল)। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থাকে তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী সোমবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে যথারীতি চালু হবে।
হিলি পানামা পোর্ট লিংক লি: এর সহকারী ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যার্নাল জানান, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড অব্যাহত থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফ দৈনিক আস্থাকে জানান, হিলি স্থলবন্দর ছুটি থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।