DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি শামীমের লাশ নেয়নি পরিবার

News Editor
অক্টোবর ১৯, ২০২০ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্যাম্পে আত্মঘাতী হওয়া জঙ্গি শামীমের (২৫) মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২০১৭ সালের ১৭ মার্চ ওই ঘটনায় নিহত হওয়ার পর থেকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিল।

রবিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১ এর পক্ষ থেকে মরদেহটি দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-১ এর সিনিয়র এসপি মো. নাজমুল হক জানান, নিহতের নাম শামীম (২৫)। তার বাড়ি নরসিংদীতে। বাবার নাম সাইদুর রহমান।

সাভারে টাকার বিনিময়ে গণধর্ষণের ঘটনা ধামচাপার চেষ্টাকারী গ্রেপ্তার

তিনি জানান, ময়নাতদন্তের পর মরদেহটি মর্গে রাখা হয়েছিল। নিহতের পরিবার মরদেহটি গ্রহণে অস্বীকৃতি জানালে দাফনে জন্য আজ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮