জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সুষ্ঠু গণতন্ত্রই ‘ধর্ষণ রোগের’ চিকিৎসা। জনগণের হাতে ক্ষমতা ফিরলে এ রোগ থেকে মুক্তি মিলবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জাতীয়তাবাদী সংগ্রামী দলের ব্যানারে আয়োজিত ধর্ষণবিরোধী মানববন্ধনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
সব ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি পথে ঘাটে একাকী চলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
জনগণ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনারা (সরকার) দ্রুত নির্বাচনে এসে গণতন্ত্র ফিরিয়ে দেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।