বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই লাক্স সুন্দরী বাংলাদেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার কিছু সিনেমাতেও। তারমেধ্য সোহম চক্রবর্তীর বিপরীতে তিনি কাজ করে প্রশংসিত হয়েছেন যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ সিনেমা। ২০১৫ সালের নভেম্বরে এটি পশ্চিমবঙ্গ ও ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পায়।
মিম ভক্তদের জন্য সুখবর হলো এই ছবিটি দেখা যাচ্ছে এখন বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। আজ শনিবার, ১০ অক্টোবর মিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ বেশ কয়েকজন ফোন করে আমাকে অভিনন্দন জানালেন ‘ব্ল্যাক’ ছবিটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বলে। শুনে খুব ভালো লাগলো। যদিও এটা পাঁচ বছর আগের ছবি। কিন্তু তুমুল জনপ্রিয় একটি আন্তর্জাতিক প্লাটফর্মে ছবিটি নতুন করে মুক্তি পেয়েছে জেনে খুব আনন্দ পেলাম। এটা সত্যি দারুণ একটি খবর। পরে আমিও দেখলাম যে ‘ব্ল্যাক’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘ছবিটি আগে দুই বাংলার দর্শক দেখার সুযোগ পেয়েছেন। এবার নেটফ্লিক্সের হাত ধরে সারাবিশ্বের দর্শক দেখতে পারবেন। বিদেশি দর্শকও কমার্শিয়াল বাংলা সিনেমার সম্পর্কে জানতে পারবেন।’
মিম অভিনীত বাণিজ্যিক ঘরানার ‘ব্ল্যাক’ ছবির পরিচালক কলকাতার রাজা চন্দ। মিম ও সোহম ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ।প্রসঙ্গত, নেটফ্লিক্সে এর আগে বাংলাদেশের ‘কমলা রকেট’, ‘ইতি তোমার ঢাকা’ ছবি দুটো মুক্তি পেয়েছে।