জয়পুরহাটে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদকব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৫:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১০৩১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদকব্যবসায়ী আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মাদকদ্রব্য কেনাবেচার সময় র্যাবের বিশেষ অভিযানে ৫ জন মাদকব্যবসায়ী ৫৯টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ আটক হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের ১টি দল জয়পুরহাট জেলা সদর থানার চকভারুনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
তারা হলো,জয়পুরহাট জেলা সদর থানার চক ভারুনিয়া গ্রামের আব্দুল হাই এর পুত্র হাসানুল বান্না (২২), একই গ্রামের মৃত গোলজার হোসেনের পুত্র আরিফ হোসেন (২১),নুরুল ইসলামের পুত্র ইয়ানুর হোসেন (১৯), সেকেন্দার আলীর পুত্র শাকিল হোসেন (২৩) ও হানাইল গ্রামের আবু সালেহ মোহাম্মদের পুত্র তানজিল হোসেন (২২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,এছাড়াও চকভারুনিয়া গ্রামের অপর আসামী আব্দুল হাই এর পুত্র আবু আলা সাইয়্যিদ মওদুদী পলাতক রয়েছে। আটককৃত আসামী হাসানুল বান্না এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা মাদকব্যবসায়ী হাসান বান্না এর সহযোগী হিসেবে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক খুচরা ও পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামীদের জয়পুরহাট জেলা সদর থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।


























