DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ২শ নেশার ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

Astha Desk
জুন ১১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ২শ নেশার ইনজেকশনসহ স্বামী-স্ত্রী
আটক

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের র‍্যাবের অভিযানে ২শ পিস বুপ্রেনরফিন নেশার ইনজেকশনসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে র‍্যাব। শনিবার (১১ জুন) দিবাগত সিপিসি-৩ জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি অপারেশনাল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি মূলে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে রাঁত ৩টার দিকে সদর থানার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ আফজাল হোসেনের পুত্র মোঃ ফরিদ মন্ডল (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৩৫)কে ২শ পিচ বুপ্রেনরফিন নেশার ইনজেকশনসহ আটক করে।

 

র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদককারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০