জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশে টিকা দেওয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী
প্রতিনিধি মানিকগঞ্জ
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সারা দেশে মেয়েশিশুদের বিনা মূল্যে টিকা দেওয়া হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এই টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক এবং যেখানে টিকাকেন্দ্র আছে, সেখানে এই টিকা দেওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা বিভাগে ২৩ লাখ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ১ কোটি ২৫ লাখের বেশি টিকা দেওয়া হবে।
আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ থেকে ঢাকা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এসব কথা বলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে
জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন, জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) রাশিদা সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকর, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীর ক্ষমতায়ন করেছেন। তিনি বিশেষ করে মা-বোনদের বেশি দেখেন। আজকে মেয়েদের জন্য বিনা মূল্যে বই বিতরণ ও চাকরিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে আজকে নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক।