জশনে জুলুসে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত-৪, আহত-১৫
- আপডেট সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭৪৮ বার পড়া হয়েছে
জশনে জুলুসে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত-৪, আহত-১৫
ইব্রাহিম আল সোহাগ/চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুসে যোগ দিতে আসার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস ও হাইসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ইং) ভোরে রাঙামাটির মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জশনে জুলুসে অংশ নিতে মুসল্লিদের বহনকারী একটি হাইস রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মানিকছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হাইসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধর্মপ্রাণ মুসল্লিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জশনে জুলুসে যোগ দিতে আসা অনেকে শোক প্রকাশ করেছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।