জাকসুর ভিপি হলেন ছাত্রলীগের সাবেক সক্রিয় কর্মী জিতু
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১২০ বার পড়া হয়েছে
জাকসুর ভিপি হলেন ছাত্রলীগের সাবেক সক্রিয় কর্মী জিতু
স্টাফ রিপোর্টারঃ
ব্যক্তিজীবনে জিতুর বেড়ে ওঠা শরীয়তপুরের গোসাইরহাটে। কোদালপুর হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি তেজগাঁও সরকারি কলেজে ভর্তি হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সক্রিয় ছিলেন।
টানা ৪১ ঘণ্টা ভোট গণনার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। তবে নির্বাচনের আগে থেকেই তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা এবং বিতর্ক ছিল।
জিতু একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু ২০২৪ সালের ১ জুলাই কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। একই মাসের ১৫ জুলাই হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
এরপর জিতু ও কয়েকজন মিলে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ গঠন করেন। সেই জায়গা থেকেই তিনি ক্যাম্পাসে একটি বড় অনুসারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হন।
সাম্প্রতিক সময়ে তিনি শুধু রাজনীতি নয়, মানবিক উদ্যোগেও এগিয়ে এসেছেন। বন্যাদুর্গতদের সহায়তা, শহীদ-আহতদের পরিবারকে সাহায্য, শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে তার সরব উপস্থিতি তাকে শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
জিতুকে ঘিরে বিতর্কেরও কমতি নেই। কখনো ছাত্রলীগের সাবেক কর্মীদের নিয়ে প্রচারণা চালানো, কখনো স্বতন্ত্র প্রার্থীদের আশ্বাস দিয়ে পরে বাদ দেওয়ার মতো সিদ্ধান্তে সমালোচিত হয়েছেন তিনি। এমনকি শিবিরের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগও তার বিরুদ্ধে ওঠে, যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছেন।