জাতীয় নির্বাচনে অংশ নিবো শর্ত আছে-বঙ্গবীর
আস্থা ডেস্কঃ
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের পরে আমরা কৃষক শ্রমিক জনতা লীগ কোনো নির্বাচনে অংশ নেইনি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা কমিশনে জানতে এসেছিলাম যে, তারা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সরকারি প্রভাবমুক্ত করতে পারবেন কি না। তা যদি তারা পারেন, তাহলে আমরা তাতে অংশ নেব। শুধু তাই নয়, বাসাইলের নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনেও অংশ নেব।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আজ মঙ্গলবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রবীণ এই রাজনীতিবিদ।
নির্বাচন কমিশনের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন জানিয়ে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, নির্বাচন কমিশন বলেছেন, তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইলের পৌরসভা নির্বাচন উপহার দেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয়, যারা রাজনৈতিক দল, ভোটার, জনসাধারণ এবং সরকারেরও দায়িত্ব রয়েছে। নির্বাচনি সিডিউল ঘোষণা করার পরে যে জায়গায় নির্বাচন হবে, সেই জায়গায় সরকার হলো নির্বাচন কমিশনার। অনেকে তার সেই ক্ষমতা, নেতৃত্ব দেখাতে পারেন, আবার অনেকে পারেন না। আমার বিশ্বাস এই নির্বাচন কমিশন সেই নেতৃত্ব দেখাতে পারবে।