জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করলেন গাইবান্ধার ডিসি
আতিকুর রহমান আতিক,মফস্বল ডেস্ক থেকে :
৫ জুন শনিবার সকালে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: হাফিজুর রহমান,গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের নিউট্রিশন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক কোর্ডিনেটর রায়হানা ইসলাম, গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধার সহকারী সার্জন ডাঃ ওয়াশেক রহমান তালুকদারসহ অনেকে।
৫ জুন থেকে ১৯ জুন দুই সপ্তাহব্যাপী গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় ওয়ার্ড ভিত্তিক প্রতিটি টিকাদান কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তারই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। বাদিয়াখালী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী রিপন চন্দ্র উপস্থিত থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।
উল্লেখ্য যে, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খেতে পারবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খেতে পারবে৷
গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন উক্ত বয়সী শিশুদের অভিভাবকদের নিজ আগ্রহে তাদের নিজ নিজ বাচ্চা শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর নির্দেশ দেন।