DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

DoinikAstha
আগস্ট ২৪, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে উঠে ও জাতীয় সংগীত বিকৃতির মাধ্যমে অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

সোমবার রাতে তাদের শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এরা সবাই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

দুপুরে সদর থানার এসআই জাকির আল আহসান জানান, আটকরা সবাই দশম শ্রেণি থেকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২২ বছর। তারা বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে ভিডিওটি ধারণ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটক শিক্ষার্থীরা হলো— মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করেছে। এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। তারা ভিডিওটি বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা পেয়ে ওসি সেলিম রেজা ও এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

এসআই জাকির আল আহসান জানান, বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শিক্ষার্থী জুতা পায়ে শহীদ মিনারে উঠে এবং সেখানে জাতীয় সংগীত বিকৃত ও অবমাননা করে টিকটক ভিডিও তৈরি করে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো পড়ুন :  সীতাকুণ্ডে শ্রমিক দল সভাপতিকে পায়ের রগ কেটে হত্যা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১