জান’এর কথা-সুরে বছরের প্রথম দিন ম্যাক আপেল’এর অচীন পিছুটান
বিনোদন ডেস্কঃ
পুরাতন বছর চলে গেলো। এসে গেলো নতুন বছর/২০২৪। মানুষের মনে নতুন আশা, নতুন স্বপ্ন-এর ব্যতিক্রম নয় শিল্পীরাও। চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত উঠতি গায়ক ম্যাক আপেল’এর গাওয়া নতুন গান অচীন পিছুটান প্রকাশ পেলো পহেলা জানুয়ারী।
গানটির কথা ও সুর রচনা করেছেন সিয়াম সরকার জান। মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে ম্যাক আপেল’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে ম্যাক আপেল বলেন, ‘গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটি আমার নবম মৌলিক গান। সিয়াম সরকার জান’এর সাথে এটাই আমার প্রথম কাজ। আশা করছি, সামনে আরও ভালো ভালো কাজ হবে। সবাই বাংলা গানের সাথেই থাকুন।’
গানটির রচয়িতা (গীতিকার ও সুরকার) সিয়াম সরকার জান বলেন,‘ম্যাক আপেল ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। আশা করি, সামনে আরও ভালো কাজ হবে। ম্যাক আপেল ভাই ভালো গেয়েছেন ও মিউজিক করেছেন। সবচেয়ে বড় কথা হলো গিয়ে এক্কেবারে বছরের প্রথম অর্থ্যাৎ পহেলা জানুয়ারী গানটি প্রকাশ পায়।
আমি খুব আনন্দ ও অনুপ্রেরণা এবং আগ্রহ নিয়ে গানটি সেদিনই আমার ফেইসবুক ও অন্যান্য সামাজিক প্লাটফর্মে আপলোড মানে পোস্ট করেছি। এটা ভালো লাগছে যে এ বছরের প্রথম দিন পরিচিত সবাইকে স্বরচিত গানের কথায় ও সুরে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরেছি।
এটার জন্য বিশেষভাবে আপেল ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকলে বাংলা গানের সাথেই থাকুন। লাভ উইল কিপ আস এ্যালাইভ।’ গানটির গানচিত্র নির্দেশনা দিয়েছেন ইসলাম নূর ও চিত্রগ্রহণ করেছেন নীল শিশির।