DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জাপানে ভূমিকম্প, নিহত বেড়ে ১৩

Doinik Astha
জানুয়ারি ২, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নতুন বছরের প্রথম দিনে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছে জাপানবাসী। সোমবার ১ দিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে, এতে প্রাণ গেছে ১৩ জনের।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য, ১৫৫টি ভূমিকম্পের মধ্যে ১টি রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ছিল। জাপানের মধ্যাঞ্চলে এই ভূমিকম্প হয়েছে। আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিকের বেশি।

এ ছাড়া বেশির ভাগ ভূমিকম্প রিখটার স্কেলে ৩ দশমিকের বেশি মাত্রার ছিল। জাপানের আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, মঙ্গলবার ভোরে শক্তিশালী ৬টি কম্পন অনুভূত হয়েছে।

গতকাল ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলে সুনামি আঘাত হানে। এ সময় ১ মিটার বা ৩ দশমিক ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে। আজ জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা তুলে নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছেন। ভেঙে পড়েছে বহু ভবন। জাপানের ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের ফায়ার সার্ভিস বলেছে, তারা ভূমিকম্পে অন্তত ৩০টি ভবন ধসে পড়ার খবর পেয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]