DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫
ঢাকাশনিবার ৫ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

Astha Desk
জানুয়ারি ২৪, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মনির মিয়াসহ কয়েকজন বকশীগঞ্জ থেকে সিএনজিতে করে রৌমারীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে সিএনজিটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মনির মিয়া ও মাহবুব আলী নামে দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় চিকিৎসক আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ ওবাইদুল হক বলেন, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১২:০৬
  • ৪:২৯
  • ৬:১৮
  • ৭:৩৩
  • ৫:৫০