জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/রায়হান জামানঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করল।
যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নয়, তাই দলটির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো”
এর আগে চলিত মাসের ১ আগস্ট এক নির্বাহী আদেশে সাবেক আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জামায়াতকে নিষিদ্ধ করে।
গতকাল জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের আইনজীবী অ্যাডভোকেট মোঃ শিশির মনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।
অ্যাডভোকেট শিশির বলেন, “জামায়াতকে কেন নিষিদ্ধ করা হয়েছে তা আমরা জানি না। রাজনৈতিক কারণে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে আমরা মনে করি।”
তিনি আরও বলেন, “দেশের ছাত্র ও জনগণ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। জামায়াতে ইসলামীও একটি মিত্র শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”
জামায়াতকে নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহারের পর দলের নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হবে বলে অ্যাডভোকেট শিশির জানিয়েছিলেন।