করোনায় আক্রান্ত হয়েছেন জার্মান স্ট্রাইকার সার্জ গ্যানাব্রি। এ খবর নিশ্চিত করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ।
মহামারি করোনার ছোবলে দিশেহারা ক্রীড়াঙ্গন। কোনোভাবেই এর ছোবল থেকে নিস্তার পাচ্ছেন না ফুটবলাররাও। নেইমার, ডি মারিয়া, দিবালারা, রোনালদোসহ আরও অনেক ফুটবল তারকা করোনায় আক্রান্ত হন। এবার এই ভাইরাসে পজিটিভ হলেন বায়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকার গ্যানাব্রি। এর কারণে আজ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন এই ২৫ বছর বয়সী ফুটবলার।
ফুটবল কিংবদন্তি পেলের জন্মদিন উপলক্ষে বর্ণিল আয়োজন
এদিকে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। গ্যানাব্রির সংস্পর্শে আসা সবার করোনা পরীক্ষা করা হয়েছে। কারও ফলাফলই পজিটিভ আসেনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।