DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জি-২০ সম্মেলনে যাবেন না শিজিংপিং

Astha Desk
আগস্ট ৩১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

জি-২০ সম্মেলনে যাবেন না শিজিংপিং

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন বয়কট করতে পারেন চীনের প্রেসিডেন্ট শিজিংপিং। সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত ও চীনের একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে। সম্মেলন শুরু হওয়ার এক সপ্তাহ আগে শিজিংপিং সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে এই গুঞ্জন শুরু হলো।

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ নাও নিতে পারেন শিজিংপিং। তাঁর পরিবর্তে চীনের প্রতিনিধিত্ব করতে পারেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

চীন সরকারের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কেন শিজিংপিং ভারতে যাবেন, না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট কারণ সামনে আসেনি। তবে ভারত সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভারত সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরিবর্তে চীনা প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আমরা অবগত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে নিশ্চিত করেছেন যে, তিনি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন না। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দিল্লিতে জোটের বৈঠকে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]