জুলম-নির্যাতনের শিকার হলেই জানাবেন: ওয়াদূদ ভূইয়া
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি সহকর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদু ভূইয়া খাগড়াছড়ির জনগণের দৃষ্টি আকর্ষণ করে তার ফেসবুক আইডিতে জনকল্যাণে একটি পোস্ট করেছেন।
আজ সোমবার (১৭ই মার্চ) তিনি বিকাল ৫ টায় এই পোষ্ট করেন।
পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো:
প্রিয় খাগড়াছড়ির জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক শ্রম-ঘামে ও ত্যাগের বিনিময়ে অর্জিত বিএনপির নাম ভাঙ্গিয়ে বা বিএনপির যে কেউ বা যে কোন নেতাকর্মী যদি কোন প্রকার অন্যায়, অনিয়ম, অত্যাচার বা জুলম-নির্যাতন এই জেলার যে কোন স্থানে করে, সাথে সাথে আপনারা আমাকে বা আমাদেরকে জানাবেন। সরাসরি বা মোবাইলে।
তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র সত্য এবং বস্তুনিষ্ঠ অভিযোগ গুলোই জানাবেন। তা বা সেই সব জানা মাত্রই আমরা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো। প্রয়োজনে সংবাদ বা তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। আপনাদের জন্যে শুভ কামনা।
মোবাইল-01819411699, 01820729367, 01732364833, 01648628282.
সকলের মঙ্গল কমনায়;
ওয়াদুদ ভূইয়া, সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সাবেক এমপি।
সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে এট রিপোর্ট লেখা পর্যন্ত ২হাজার ৭শ লাইক, ৫শ ৪৭ টি শেয়ার ৮শ ৪৬টি টি কমেন্ট পড়েছে।
কমেন্টগুলোর ভিতর কেউ ধন্যবাদ জানিয়েছে, কেউ সময়োপযোগী সিদ্ধান্ত বলে মতামত ব্যক্ত করেছে।
এমন ফেইসবুক পোস্টকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস নামে একজন লিখেন, ‘আগামীর বিএনপির রাজনীতি হবে অন্যায় ,অনিয়ম, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে। অসহায় ও সাধারণ মানুষের পক্ষে।’ আব্দুল কাদের নামে এক ব্যক্তি মন্তব্য করে, ‘সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।’
কমেন্টের মাঝে ফাহমিদা লাবণ্য লিখেছেন, সিদ্ধন্তটা ভালো। কিন্তু সবার ক্ষেত্রে কি বিচার সমান হবে। তো যে লোক গুলো আপনার সাথে ওঠে বসে ঐলোক গুলো বেশি অন্যায় করতেছে। ওদের কি সত্যি শাস্তি দিবেন? নাকি উল্টো যে বিচার দিয়েছে ঘুরেফিরে সেই লোকই শাস্তি পাবে? কারণ এখনো তো জোড় যা মুল্লুক তার। আওয়ামী সরকারের মত এখনো দেখি কেউ দলের কোন পদে থাকলে তার হম্বিতম্বিতে থাকা যাচ্ছে না। বাকি জনগণ মনে হয় ওই এলাকার উদ্বাস্ত। সুতরাং আশা করি আপনি সবাইকে সমানভাবে দেখবেন।
জবাবে ওয়াদুদ ভূইয়া লিখেছেন, অবশ্যই তাদেরও বিচার হবে।
পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও উল্টাছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলাল বলেন, পার্বত্য চট্টগ্রামের অসংবাদিত নেতা ওয়াদুদ ভুইয়া কোন অন্যায় ও জুলুমের সাথে জড়িত নয়, এই মহান নেতা পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, মেহনতি মানুষের জন্য রাজনীতি করছেন, উনি সবসময় অসহায় নিরীহ মানুষের পাশে ছিলেন এবং আছেন। নির্যাতিত নিপীড়িত জুলুমের শিকার ব্যক্তিবর্গের পাশে আরো কাছে থাকার জন্য উনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উনার চারটা মোবাইল নাম্বার দিয়েছে যাহাতে কেউ নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হলে উনাকে সাথে সাথে অবগত করতে পারে। ফেসবুকে এই নাম্বার গুলো দেওয়াতে জনগণের কাছে আরো ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।
আয়কর আইনজীবি মোঃ মোফাজ্জল হোসাইন বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্রডে সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উনার চারটা মোবাইল নাম্বার দিয়েছে যাহাতে কেউ নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হলে উনাকে সাথে সাথে অবগত করতে পারে, রাজনীতিতে এটা ভালো লক্ষণ। এতে সবাই উপকৃত হবে।