লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার হলেন ১৬ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে মঙ্গলবার আদালতে ৫ জনের রিমান্ডের আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ভালুকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃ সোহেলী শারমিন দুর্নীতির রানী
এরা হলেন, আশরাফুল (৩২), বায়োজীত বোস্তামী (২০), রফিকুল ইসলাম রফিক (১৯), শরিফুল (২০) ও মাসুম মিয়া (৩২)।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে জোড় তৎপরতা চলমান রয়েছ। এছাড়াও তিনি জানান, গ্রেফতারকৃত অন্যদেরও রিমান্ড চাওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।