DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জেলহত্যার ‌অনেক রহস্য উন্মোচন হয়নি : কাদের

News Editor
নভেম্বর ৩, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জেলহত্যার অনেক রহস্য এখনও উন্মোচন হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেলহত্যার রহস্য উন্মোচন করতে হবে।’

মঙ্গলবার (০৩ নভেম্বর) বর্বরোচিত জেলহত্যা দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধুর হত্যা আর নেতৃত্বশূন্য করতেই একাত্তরের পরাজিত শক্তি জেলহত্যা সংগঠিত করেছিল। একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে।’

তিনি বলেন, ‘৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ কী- তা উদঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল।’

‘৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহী জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তার অনেক রহস্য এখনও উন্মোচন হয়নি’- বলেন কাদের।

‘ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এই বিষয়টি উদঘাটন করে বের করা দরকার’- বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যান্যরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮