DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

News Incharge
মার্চ ৮, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আস্থা ডেস্ক।

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়া সফল হলে অর্থাৎ ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের শংকায় পোল্যান্ডে ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে প্রবাসী সরকার গঠনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ সেনাদের হাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
যুক্তরাষ্ট্র মনে করছে, যুদ্ধ প্রলম্বিত হলে ইউক্রেনে আমেরিকা ও মিত্রদের পাঠানো অস্ত্র বিদ্রোহের কাজে ব্যবহার করা হবে।

প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, আমরা সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি। এসব পরিকল্পনার একটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে নিয়ে পোল্যান্ডে প্রবাসী সরকার গঠন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল রিপাবলিকান আইনপ্রণেতা সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনের সঙ্গে দেখা করে রবার্ট যেকোনো দেশে সক্রিয় জেলেনস্কির সরকারকে সমর্থন দিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের তাগিদ দেন। সূত্রঃ ওয়াশিংটন পোস্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০