DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জেলে আমায় নগ্ন হতে বাধ্য করা হয়!

Astha Desk
অক্টোবর ৩০, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলে আমায় নগ্ন হতে বাধ্য করা হয়!

বিনোদন ডেস্কঃ

গত বছর পর্নকান্ডে নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। আটক হতে হয়েছিল তাঁকে। প্রায় ২ মাস জেলে কাটান অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী। কেমন কেটেছিল সেই সময়, তা এবার বড়পর্দায় তুলে আনতে চলেছেন রাজ কুন্দ্রা। ছবির নাম “ইউটি ৬৯”।

ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। জোরকদমে চলছে প্রচার। সম্প্রতি ছবির প্রচারে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন জেলে কাটানো যন্ত্রণার কথা।

রাজ বলেন, বলেন, জেলে অত্যন্ত অপমান জনকভাবে সবার সামনে ওরা সম্পূর্ণ উলঙ্গ করে দেয়। তারপর পশ্চাৎদেশে কোনও মাদক লুকানো আছে কি না তা খতিয়ে দেখে। মনে হয় যেন সমস্ত মানসম্মান নষ্ট হয়ে গেল। এমনিতেই এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে তার ওপরে এভাবে নগ্ন করে দেওয়া হয়েছিল।

শিল্পার স্বামী আরও বলেন, মিডিয়া অলরেডি আমার সঙ্গে বাইরে এইরকমেরই কাজ করছিল, তারপর জেলেও এমন হলো। আমার সমস্ত কিছু ভেঙে চুরে যাচ্ছিল। জেলে খাবার আর শোয়ার কোনও ঠিকঠাক ব্যবস্থা ছিল না। সবাই আমার আর শিল্পার বিষয়ে জানতে চাইছিল। আমি জানি না কেন আমাকে তথাকথিত তারকাদের সেলে রাখা হয়নি।

তিনি আরও বলেন, আর্থার রোড জেলের সাধারণ গারদে রাখা হয়েছিল। আমার তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। তারকাদের গারদে কোনও আলাদা সুবিধা পাওয়া যায় না। শুধু সেখানে একটা ঘরে ৫ জন থাকে আর সাধারণ গারদে যেখানে মাত্র ৫০ জন থাকতে পারে সেখানে ২শ ৫০ জনকে ঢুকিয়ে দেওয়া হয়।

রাজের জেলে থাকার সময় ক্যামেরা থেকে লুকিয়েছিলেন শিল্পাও। নিজেকে ঘরে বদ্ধ করে থাকেন তিনি।

রাজ বলেন, পর্ন কাণ্ডের পর তাঁকে শিল্পা বলেছিলেন দেশের বাইরে চলে যেতে। কিন্তু নিজের কাহিনি সকলের সামনে আনতে চাইছেন রাজ কুন্দ্রা। আগামী ৩ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে “ইউটি ৬৯”। শাহনওয়াজ আলির পরিচালনায় নিজের ভূমিকায় রাজ নিজেই অভিনয় করেছেন। সূত্র-জি ২৪ ঘণ্টা ডিজিটাল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১