জয়পুরহাটে একই ওড়নায় স্বামী-স্ত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে একই ওড়নায় স্বামী-স্ত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই ওড়নায় স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলা আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে গ্রামবাসীরা।
আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)। সোহেল মন্ডল দিনমজুরের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই গ্রামের বাসিন্দা খালেক মোল্লা বলেন, সোহেল দিন মজুরের কাজ করতেন। আজ সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাহিরে এসে লোকজনের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। ১১টার দিকে সোহেল ও তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে একই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পারি। সেখানে গিয়ে দুটি লাশ দেখতে পাই। কি কারণে তারা আত্নহত্যা করেছে তা জানতে পারিনি।
পুলিশ ঘটনাস্থলে পরে বক্তব্য নেওয়া হবে।

















