জয়পুরহাটে চোলাই মদসহ ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে চোলাই মদসহ ব্যবসায়ী আটক
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে দেশি চোলাই মদসহ সুখন কর্মকার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক সুখন কর্মকার জয়পুরহাট সদর উপজেলার কামারপাড় মৃত হরিদাস কর্মকারের ছেলে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কামারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বলেন, আটক সুখন কর্মকার দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। সদর উপজেলার কামারপাড়া এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১০৬৭ লিটার দেশি চোলাই মদসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, সুখন কর্মকার দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে তিনি ধরা পড়ল।

















