জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শিক্ষার্থী খুন
- আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১০৮০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শিক্ষার্থী খুন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আব্দুর রহমান নামে (১৫) শিক্ষার্থী খুন হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) সকালে জয়পুরহাট শহরের গুলশান মোড়ে এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা দুই বছর পূর্বে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

















