জয়পুরহাট চিনিকলের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
৬০ বছরের বেশি সময় ধরে অব্যবহৃত পড়ে আছে জয়পুরহাট চিনিকলের ট্রাক্টর মোটরযান ও বিভিন্ন যন্ত্রাংশ। খোলা আকাশের নিচে রোদ আর বৃষ্টিতে নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হয়েছে কোটি কোটি টাকার এসব যন্ত্রাংশের।
এনিয়ে কর্তৃপক্ষেরও কোন উদ্যোগ নেই বলে অভিযোগ শ্রমিক-কর্মচারীদের। তবে, মিল কর্তৃপক্ষ বলছে, পরিত্যক্ত যন্ত্রাংশগুলো বিক্রির জন্য প্রক্রিয়াধীন আছে।
প্রতিষ্ঠার কিছুকাল পর থেকেই পড়ে আছে জয়পুরহাট চিনিকলের অব্যাবহৃত মোটর যানসহ চিনিকলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ। প্রতি বছর নতুন নতুন যন্ত্রাংশ সংযোজনের ফলে পুরাতনগুলো ফেলে রাখা হয় খোলা আকাশের নিচে। ৬ দশকেরও বেশি সময় ধরে পড়ে থাকার কারণে অনেকগুলোই জং ধরে মিশে গেছে মাটির সাথে। আর অবশিষ্টগুলোর অবস্থাও ধ্বংস হওয়ার পথে। কর্তৃপক্ষের উদাসিনতা আর অবহেলার কারণে কোটি কোটি টাকার মূল্যবান ও লোহার সামগ্রী নষ্ট হচ্ছে বলে অভিযোগ চিনিকলের শ্রমিক ও কর্মচারীদের।
মূল্যবান এসব লোহার যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হলে তা চিনিকলটির জন্য সহায়ক হতে পারে বলে জানান তারা। তবে পরিত্যক্ত এসব যন্ত্রাংশ বিক্রির জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলাছুর রহমান।
পুরাতন এসব যন্ত্রাংশ প্রকাশ্য নিলামে বিক্রি করে সেই অর্থ চিনিকল উন্নয়নে ব্যবহার করার দাবি স্থানীয় জনসাধারণের।