আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইকোপার্ক বাস্তবায়ন ও নদী বাঁচাও কমিটির এক সভা শনিবার (২ জুলাই) বাদ আসর উপজেলা পরবষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার’র অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ইলিয়াস সিকদার ফরহাদ’র সভাপতিত্বে সভায় ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় মঈন তালুকদার, মুঃ আল আমীন বাকলাই, হোসেন আকতার,প্রশান্ত দাশ হরি,হুমায়ুন কবীর, শাকিল হাওলাদার রনি,কবিতা হাওলাদার, সুকোমল ওঝা দোলন,আসিফ মানিক, মাহিদুল ইসলাম রাব্বি,শাহ আলম,নাজমা আক্তার, ফিরোজ আহমেদ, বীথি শর্ম্মা,কুশলসাহা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বক্তব্যে ইকোপার্ক রক্ষায় জেলা প্রশাসনের গাফিলতি ও ব্যার্থতাকে দায়ী করেন। তাঁরা যে কোনোমূল্যে আগামী ১বছরের মধ্যে ইকোপার্ক বাস্তবায়নের দাবী জানান। জেলা প্রশাসনের উদাসীনতায় মাত্র ২ মাস ১৩ দিন একতরফা ভাবে এই মামলায় রায় হওয়ায় সকলে ক্ষোভ প্রকাশ করেন। আগামীতে পথসভা, গণস্বাক্ষর, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত নেন।