DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী থানার ব্যারাকে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

Astha Desk
অক্টোবর ১৮, ২০২৩ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী থানার ব্যারাকে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ইব্রাহীম খলিল/জীপুর প্রতিনিধিঃ

টঙ্গীতে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে পুলিশ উপ-পরিদর্শক মিলটন কুন্ড আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় তথ্যটি নিশ্চিত করে। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত মিলটন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে। গত ৯ অক্টোবর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে।

পুলিশের সূত্র মতে জানা যায়, টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাকে ষষ্ঠ তলায় থাকতেন এসআই মিল্টন কুণ্ডু। রাতে তার ডিউটি ছিল। কিন্তু তিনি ডিউটিতে আসছিলেন না। একপর্যায়ে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় ব্যারাকে গিয়ে মিল্টন কুণ্ডুর কক্ষের দরজা বন্ধ দেখেন অন্যান্য পুলিশ সদস্যরা। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এসআই মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখতে পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ্ আলম। বলেন, পুলিশ কর্মকর্তা মিলটন কুন্ডর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]