প্রথমবারের মতো আয়োজিত বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদউল্লাহ একাদশ।
মূলত শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় বিশেষ ধরণের এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে বিসিবি প্রেসিডেন্টস কাপ পরিচালিত হচ্ছে বিশেষ নিয়মে।
বার্সাকে হারিয়ে শীর্ষে মাদ্রিদ
এ প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে সর্বোচ্চ ১২জন ক্রিকেটার খেলতে পারবেন। তবে ব্যাট করতে পারবেন নির্দিষ্ট ১১ জন। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
এছাড়া প্রতিটি ম্যাচে রয়েছে সুপার ওভারের ব্যবস্থা। দুই দলের সংগ্রহ সমান হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। সেখানেও যদি বিজয়ী পাওয়া না যায় তাহলে আরো একটি সুপার ওভার অনুষ্ঠিত হবে। এতেও সমাধান না মিললে ভাগাভাগি করা হবে পয়েন্ট, দুই দল হবে যুগ্ন চ্যাম্পিয়ন।