DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ‌্যামলেটস কাউন্সিলে মেয়র পদে লুৎফুর রহমানের বিজয়

আন্তর্জাতিক ডেস্কঃ
মে ৭, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

টাওয়ার হ‌্যামলেটস কাউন্সিলে মেয়র পদে লুৎফুর রহমানের বিজয়

আন্তর্জাতিক ডেস্কঃ

পূর্ব লন্ডনের টাওয়ার হ‌্যামলেটসে কাউন্সিলে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লুৎফুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির বর্তমান মেয়র জন বিগসকে বিশাল ব‌্যবধানে পরাজিত করে জয়ী হলেন বাংলাদেশে জন্ম নেওয়া লুৎফুর রহমান। এই বিজয়ের জনতার রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব দিলেন।

শুক্রবার (৬ মে) লন্ডনের স্থানীয় সময় বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর শুক্রবার ভোট গণনা করা হয়। গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট।

দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তার বিরুদ্ধে বাংলাদেশ বংশোদ্ভূত একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছিল। এই ষড়যন্ত্রের মোকাবিলা করে সাময়িক পরাজিত হতে হয়েছিল তাকে। হারাতে হয়েছিল মেয়র পদ। নিষিদ্ধ হয়েছিলেন ভোট থেকে। তবে হাল ছাড়েননি তিনি। আইনি মোকাবিলায় আবারো ফিরে পেলেন ভোটে দাঁড়ানোর অধিকার। জনতার রায়ে বিজয়ী হয়ে জবাব দিলেন ষড়যন্ত্রের।

উল্লেখ্য, টাওয়ার হ‌্যামলেটসের দুই লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী ও আফসানা বেগমও লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগসের পক্ষে ব‌্যাপক প্রচারণা ছিলেন।

১৯৬৫ সালে সিলেটে জন্ম নেওয়া লুৎফুর রহমান ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ‌্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০