ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

টানা বৃষ্টিতে প্লাবিত পানছড়ি

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিতে প্লাবিত পানছড়ি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবজিক্ষেতসহ ডুবেছে ধান্যজমি। নদী গর্ভে বিলীন হয়েছে কালভার্টসহ বহু রাস্তা-ঘাট।

খাগড়াছড়ি-পানছড়ি, লোগাং দুধুকছড়া ও তাইন্দং-তবলছড়ি রাস্তার অবস্থা বেহাল। তাইন্দং-তবলছড়ির রাস্তার দুপাশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। লোগাং ইউপির দুধুকছড়ার আধাভাঙ্গা কালভার্টটি নদী গর্ভে বিলীন হয়ে যান ও জন চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার দুধুকছড়া, লোগাং, বাবুড়াপাড়া, বড়কলক, মধুমঙ্গলপাড়া, পূজগাং কিনাধন বৈদ্যপাড়া, চন্দ্র কার্বারী পাড়া, দমদম, উগলছড়িসহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর গেছে। দমদম টিএন্ডটি সংলগ্ন রেশদ আলী পাড়ার রাস্তাটি গোলক প্রতিমাছড়ার গর্ভে বিলীন হয়েছে। মনিপুর হয়ে গির্জা ও পানছড়ি-লোগাং সড়কের কানুনগোপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।

চেংগী ইউপিতে ৩টি বাড়ি সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের বাড়ি ঘর প্লাবিত হয়েছে।

পানছড়ি রেডক্রিসেন্টের দলনেতা-১ এর শাহিন আলম বলেন, উপজেলার প্রশাসনের সহযোগিতায় দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

পানছড়ির উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমা জানান, আজ পর্যন্ত ৬ হেক্টর আমন ও আড়াই হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন,
দুর্যোগ মোকাবেলায় ৫ ইউপিতে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা রেখেছে পানছড়ি উপজেলা প্রশাসন।

ট্যাগস :

টানা বৃষ্টিতে প্লাবিত পানছড়ি

আপডেট সময় : ০৫:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

টানা বৃষ্টিতে প্লাবিত পানছড়ি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবজিক্ষেতসহ ডুবেছে ধান্যজমি। নদী গর্ভে বিলীন হয়েছে কালভার্টসহ বহু রাস্তা-ঘাট।

খাগড়াছড়ি-পানছড়ি, লোগাং দুধুকছড়া ও তাইন্দং-তবলছড়ি রাস্তার অবস্থা বেহাল। তাইন্দং-তবলছড়ির রাস্তার দুপাশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। লোগাং ইউপির দুধুকছড়ার আধাভাঙ্গা কালভার্টটি নদী গর্ভে বিলীন হয়ে যান ও জন চলাচল বন্ধ রয়েছে।

উপজেলার দুধুকছড়া, লোগাং, বাবুড়াপাড়া, বড়কলক, মধুমঙ্গলপাড়া, পূজগাং কিনাধন বৈদ্যপাড়া, চন্দ্র কার্বারী পাড়া, দমদম, উগলছড়িসহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর গেছে। দমদম টিএন্ডটি সংলগ্ন রেশদ আলী পাড়ার রাস্তাটি গোলক প্রতিমাছড়ার গর্ভে বিলীন হয়েছে। মনিপুর হয়ে গির্জা ও পানছড়ি-লোগাং সড়কের কানুনগোপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।

চেংগী ইউপিতে ৩টি বাড়ি সম্পূর্ণ পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের বাড়ি ঘর প্লাবিত হয়েছে।

পানছড়ি রেডক্রিসেন্টের দলনেতা-১ এর শাহিন আলম বলেন, উপজেলার প্রশাসনের সহযোগিতায় দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

পানছড়ির উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমা জানান, আজ পর্যন্ত ৬ হেক্টর আমন ও আড়াই হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন,
দুর্যোগ মোকাবেলায় ৫ ইউপিতে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা রেখেছে পানছড়ি উপজেলা প্রশাসন।