লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখল ইন্টার মিয়ামি। সবশেষ ম্যাচটি মেসি-সুয়ারেজকে ছাড়াই জয় পেলেও, বৃহস্পতিবার (৩০ মে) ঘরের মাঠে আটালান্টার কাছে ৩-১ গোলে হেরেছে মেসির দল। মিয়ামির হয়ে একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকে।
আটালান্টার বিপক্ষে মেসি, সুয়ারেজ এবং টেলর নিয়ে আক্রমণ সাজিয়েও প্রত্যাশিত ফল পাননি মিয়ামি কোচ তাতা মার্টিনো। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। উল্টো প্রথম হাফেই গোল হজম করতে হয় মিয়ামিকে।
ম্যাচের ৪৪ মিনিটে সাবা লবজানিদজের গোলে এগিয়ে যায় আটালান্টা। এই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আবারও বল নিজেদের দখলে রাখে মিয়ামি। তবে ৫৯ মিনিটে লবজানিদজে আরও এক গোল করে মিয়ামিকে বিপদে ফেলে দেন। কিন্তু তার তিন মিনিট পরই এক গোল শোধ দেয় মিয়ামি।
বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। তবে ৭৩তম মিনিটে আটালান্টা আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মেসির মিয়ামি। আটালান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোন দল।
আটালান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মিয়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মিয়ামির পয়েন্ট ৩৪। অপরদিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটালান্টা। মিয়ামির পরবর্তী ম্যাচে আগামী মাসের ২ তারিখ সেইন্ট লুইসের বিপক্ষে।