‘টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে, কেউ জড়িত থাকলে ব্যবস্থা’
- আপডেট সময় : ০১:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১০৯৫ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, রাজধানীসহ বিভিন্ন স্থানে করোনাভাইরাসের টিকা বিক্রির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (২২ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি খুবই স্পর্শকাতর স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গেল ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল।
এছাড়া মডার্নার টিকার ২২টি খালি বক্স পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়েছে।
[irp]

























