বাংলাদেশ জাতীয় দল, এ দল এবং হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের নিয়ে একটি তিন দলীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ এই টুর্নামেন্টের সব ম্যাচ অনলাইনে দেখা যাবে বলে বিসিবি নিশ্চিত করেছে। এছাড়া ফাইনাল ম্যাচটি টিভিতে সম্প্রচারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সূচি অনুযায়ী আগামী ১১ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হবে। ফাইনাল ম্যাচটি হবে ২৩ অক্টোবর।
টুর্নামেন্টের বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘তিনটা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি। আমাদের ধারণা তিনটা টিমই খুব সুন্দর হয়েছে। এর ফাইনালটা টিভিতে দেখানোর চিন্তা ভাবনা করছি আমরা। এছাড়া প্রত্যেকটা খেলা লাইভ স্ট্রিমিং করবো। আমরা এটা বিভিন্ন মাধ্যমে করতে চাচ্ছি।’
এখনো এই টুর্নামেন্টের নাম ঠিক হয়নি। তবে এরই মধ্যে তিনটি দল গঠন করে ফেলেছেন নির্বাচকরা। দল তিনটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত। প্রতি দলের স্কোয়াডে আছেন ১৫ জন করে ক্রিকেটার। অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সবাই।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ১১ তারিখ থেকে টুর্নামেন্টটা চালু করতে যাচ্ছি। তিনটা টিম করেছি। এটা ওয়ানডে টুর্নামেন্ট হবে। আমাদের শর্ত হচ্ছে প্রতি টিমের ১৫ জন করে প্লেয়ার থাকবে। সবারই অন্তত দুটো ম্যাচে খেলার সুযোগ পেতে হবে।’
বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন শেষে সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সরকারী টেলিভিশন চ্যানেল অর্থাৎ বিটিভির সঙ্গে ম্যাচটি সম্প্রচারের জন্য কথা চলছে। সবকিছু ঠিক থাকলে সেখানেই খেলা দেখা যেতে পারে।