DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

টুরিস্ট ভিসায় অনুষ্ঠান, ভারতে গিয়ে বাংলাদেশি সঙ্গীত শিল্পী আটক

DoinikAstha
মার্চ ২৬, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

গানের মূর্ছনায় ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন সঙ্গীত শিল্পী গাজী আনস। ভুয়া তথ্য দিয়ে টুরিস্ট ভিসা নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী।

শুক্রবার দুপুরে তাকে আটক করে বিমানবন্দরের ইমিগ্রেশন দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় রাজনগর ইসলামিক সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার।

তবে টুরিস্ট ভিসায় কলকাতায় আসেন তিনি। এসময় তার ভক্তরা তাকে ঘিরে ভিড় করে। ফলে বিষয়টি জানাজানি হয়ে যায়। তখন বিমানবন্দরে তাকে আটক করে টুরিস্ট পুলিশ। তবে অনুষ্ঠানটি পারিবারিক বলে দাবি করেছেন গাজী আনস। জানা গেছে, বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তাকে বিমানবন্দরেই আটকে রাখা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]