DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ইঞ্জিনের বাফারে আটকে নিহত-১, রেললাইনে মিলল-২ লাশ

Astha Desk
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনের ইঞ্জিনের বাফারে আটকে নিহত-১, রেললাইনে মিলল-২ লাশ

আস্থা ডেস্কঃ

রাজধানীর রেডিসন হোটেলের পাশের রেললাইন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চলন্ত ট্রেন থেকে তারা পড়ে মারা যেতে পারে বলে পুলিশ ধারণা করছে। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আজ বুধবার (১৩সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আলী আকবর বলেন, রেডিসন হোটেলের পাশের রেললাইন থেকে সংবাদের পরিপ্রেক্ষিতে বুধবার সকারের দিকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক তাদের বয়স হবে ১৯-২০ বছর। তাদের শরীরের আঘাত দেখে ধারণা করা হচ্ছে তারা চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছে।

পরে ময়নাতদন্তের জন্য ২টি মরদেহ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের পরনে ছিল কালো হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট।

এদিকে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জামালপুর কমিউটার নামে একটি ট্রেনের ইঞ্জিনের সামনের বাফারে আটকে মারা গেছের একজন ।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলী আকবর এ তথ্য নিশ্চিত করে বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী ওই ট্রেনটি যখন বিমানবন্দর রেলস্টেশনে থামার পর ট্রেনের ইঞ্জিনে সামনের বাফারে আটকে থাকা ব্যক্তি নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সে মারা যায়। তার বয়স হবে আনুমানিক (৪০)। তার মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৫টা দিকে মৃত ঘোষণা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]