ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরর কিশোরীকে ধর্ষন, গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১০৪৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ বছরর কিশোরীকে ধর্ষন, গ্রেফতার ২
মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষিত কিশোরীর বাবা। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পার্শবতী উপজেলা বীরগঞ্জ থেকে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ।রবিবার (১৬ মে) দুপুর ২টা ৩০ মিনিটে ১জনকে আটক করে
[irp]
পুলিশ জানায়, থানায় লিখিত ভাবে তাহার নাবালিকা মেয়ে মনসুরা(১৪) দুপুরে বাড়ী হইতে বাহির হয়ে দোকানে খরচ আনার জন্য যায়। আসামী ১। শামীম (১৯), ২। রাব্বি(১৯) ৩। রাকিব (২০), বাদীর নাবালিকা মেয়ে মনসুরাকে প্রলোভন দেখিয়ে পাশ্বেই আসামী রাব্বি এর বাড়ীতে নিয়ে যায়। সেখানে আসামী শামীম ও রাব্বি ভিকটিমকে একাধিকবার ধর্ষন করা হয়েছে এমন অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
আসমিরা হলেন, পীরগঞ্জের শামীম (১৯), পিতা- মকবুল, গ্রাম রঘুনাথপু টিএন্ডটি পাড়া, ২। রাব্বি(১৯) পিতা-ইলিয়াস, ৩। রাকিব (২০), পিতা- সালাম গনী,
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন।ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে আর একজন আসামি পলাতক রয়েছেন।
[irp]


























