ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে ৪২ মণ ওজনের গরু বিগবস
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজাহাকে কেন্দ্র করে প্রতিবছরই দেখে মেলে নানান নামের বাহরি রকমের কোরবানীর পশুর।এবার উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের আফিল উদ্দিনের বাড়িতে দেখা মিলছে প্রায় ৪২ মণ ওজনের গরু “বিগবস”। কালো রঙের এই বিগবস লম্বায় ১০ ফিট ও উচ্চতায় ৫ ফিট ১০ ইঞ্চি। যার দাম হাকা হয়েছে ৩০ লাখ টাকা।
“বিগবস” এর মালিক আফিল উদ্দিন জানায়, যখন এই গুরটির বয়স মাত্র ৯০ দিন তখন থেকেই তাকে প্রাকৃতিক খাবার ও ফলমুল খাওয়ানো হয়। গতবছর কাঙ্খিত দাম না পাওয়ায় তাকে বিক্রি করি নাই। তবে এবার আশা করছি কাঙ্খিত দামে বিক্রি করবো।
তিনি আরও জানান, ৬ বছর ধরে বিগবসকে খেসারির ডাল, ভুষি, ছোলাবুট, মসুর ডাল ও খুদি খাওয়ানো হয়েছে। এছাড়া, আপেল, কমলা, আঙ্গুর, কলা ও ডাব খাওয়ানো হয়। এতে সাড়া দিনে প্রায় ২৫শ টাকার খাবার খাওয়ানো হয়।
তবে এবার গরুর মালিক আফিল উদ্দিন একটি চমক রেখেছেন কোরবানির আশায় গরুটিকে এতো বড় করেছি। ৩০ লাখ টাকা হলে বিক্রি করবো। তবে ক্রেতাকে উপহার হিসেবে ১৬০ সিসি’র পালসার মোটরসাইকেল দিতে চেয়েছি।
আফিল উদ্দিনের এই গরুটি দেখতে প্রতিনিয়ত দূর-দূরান্ত হতে মানুষ ছুটে আসছেন এই গরুটি দেখতে এবং অনেকে এমন ভাবে গুরু পালন করার ইচ্ছেও প্রকাশ করছেন।
গরুটি দেখতে আসা স্থানীয় কলেজ ছাত্র নাঈম জানায়, নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন আফিল উদ্দিন ও তার স্ত্রী। তাদের দেখে আমাদের এখানকার অনেকে এভাবে গরু লালন-পালন করার পরিকল্পনা করছেন।
জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ জানান, এমন বড় আকৃতির বা ওজনের দ্বিতীয় গরু জেলায় নেই। আফিল উদ্দিন এই ষাড়টিকে খুব যত্নসহকারে লালন-পালন করেছেন। এই গরু মোটাতাজা করণে কোনো ক্ষতিকর ওষুধ দেওয়া হয়নি। আমরা নিয়মিত গরুটি দেখতে গেছি এবং পরামর্শ দিয়েছি।